nadal
Photo Credit: Twitter

১৪ বার ফরাসি ওপেন জিতেছেন স্পেনের তারকা টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল। এর আগে ১৩ বার ফাইনালে উঠে ১৩ বারই জিতেছিলেন।

আজ ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলস ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে সরাসরি ৬-৩, ৬-৩, ৬-০ সেটে পরাজিত করে ২০২২ সালের ফরাসি খেতাব জিতলেন নাদাল।

২০০৫ সালে মারিয়ানো পুয়ের্তাকে ৬-৭, ৬-৩, ৬-১, ৭-৫ সেটে পরাজিত করে নাদাল ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে প্রথম শিরোপা জিতেছিলেন।

এই জয়ের ফলে তাঁর গ্র্যান্ড স্ল্যাম খেতাবের সংখ্যা বেড়ে হলো ২২। টেনিসের সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের তালিকায় ক্লে কোর্টের রাজা নাদালের পরেই আছেন রজার ফেদেরার ও জোকোভিচ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here