বলিউডের তারকারা যেখানেই যান, ছায়ার মতো পিছে লেগে থাকে পাপারাজ্জিরা। প্রাইভেসি নিয়ে তাই বেশ সাবধানে থাকতে হয় তারকাদের। এবার প্রেমিকাকে নিয়ে যাওয়ার সময় অভিনেতা বরুণ ধাওয়ানের গাড়ি এক ফটোগ্রাফারের পায়ের ওপর দিয়ে চলে যায়। মুহূর্তেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এই দুর্ঘটনার ভিডিও।

 

View this post on Instagram

 

“Pair pe chadhaaya”🔊😱 SCREAMS a camera dude when Varun Dhawan’s car goes over his leg😲😱 Luciky he escaped any major injury and VD also came out to check on his well being! VD was in the car with girlfriend Natasha Dalal and his bhabhiji aka Jaanvi Desai Dhawan. While going in, his driver chadhaaofied the car’s wheel over the leg of a media dude who shouted “Pair pe chadhaaya, pair pe chadhaaya” After the car went in, Varun came out and asked about his well being🤗 “Main nikal ke aata hun na tum logon ke pass.. kyun halla karte ho” he said😜 FOLLOW 👉 @voompla INQUIRIES 👉 @ppbakshi . #voompla #bollywood #varundhawan #bollywoodstyle #bollywoodfashion #mumbaidiaries #delhidiaries #natashadalal #varundhawanfans #indianactress #bollywoodactress #bollywoodactresses

A post shared by Voompla (@voompla) on

বৃহস্পতিবার রাত্রে গার্লফ্রেন্ড নাতাশা দালালকে নিয়ে পরিচালক শশাঙ্ক খৈতানের জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিলেন বরুণ। শশাঙ্কের বাড়িতে ঢোকার মুখেই তাকে ঘিরে ধরে পাপারাজ্জিরা। ঝলসে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ। ভিড়ের মধ্যেই বরুণের গাড়িচালক এক ফটোগ্রাফারের পায়ের উপর দিয়ে চাকা উঠিয়ে দেন।

এসময় ওই ব্যক্তির চিৎকার শুনেই গাড়ি থেকে নেমে আসেন বরুণ। খোঁজ নেন তিনি ঠিক আছেন কী না। তবে বড় দুর্ঘটনা ঘটেনি।

এরপর বরুণ ফটোগ্রাফারদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, তিনি তো নিজেই বেরিয়ে আসেন তাদেরকে ছবি উপহার দেওয়ার জন্য। এজন্য তাদের মোটেও এত তাড়াহুড়া করার কোনো দরকার নেই। আহত ফটোগ্রাফারের জন্যও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here