বিশ্বের জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে দেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত সিনেমা ‘ডুব’।

আগামি ৫ ফেব্রুয়ারি (শুক্রবার) নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে বলিউডের প্রয়াত অভিনেতা ইরফান খান অভিনীত বাংলা ছবি ‘ডুব’। নেটফ্লিক্সের ‘কামিং নেক্সউইক’ ক্যাটাগরিতে ইতোমধ্যে ডুবের ট্রেলার চলছে।

এ বিষয়ে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ডুব এর প্রযোজনা সংস্থা এসকে মুভিজের সঙ্গে নেটফ্লিক্স কর্তৃপক্ষের কথা হয়েছে শুনেছি, স্ট্রিমিং হবে এটাও জেনেছি। তবে কবে স্ট্রিমিং হচ্ছে, এ বিষয়ে কিছু জানি না।

২০১৭ সালের অক্টোবরে ভারত ও বাংলাদেশের মোট ৭৩টি হলে মুক্তি পায় মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’। নানা কারণে আলোচিত ছবিটি মুক্তির আগে সেন্সর বোর্ডে আটকে যায়। পরে কিছু দৃশ্য কর্তন সাপেক্ষে অনুমোদন পায়। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে এসকে মুভিজ ও ইরফান খান।

ছবিতে প্রধান চরিত্রে ইরফান খান ছাড়াও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, পার্ণো মিত্র, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here