কাতার ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল একাদশ ও ম্যাচের সময়সূচি প্রকাশিত হয়েছে। এবারের বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনা দল পেয়েছে সি গ্রুপ । এই গ্ৰুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ রয়েছে পোল্যান্ড, সৌদি আরব ও মেক্সিকো রয়েছে। ২২ নভেম্বর বিকাল ৪টায় সৌদি আরবের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে। এখন পর্যন্ত আর্জেন্টিনা ১৯৭৮ এবং ১৯৮৬ সালে বিশ্বকাপ জিতেছে ও তিনবার ১৯৩০, ১৯৯০ এবং ২০১৪ সালে রানার্স আপ হয়েছে।
আরও খেলার খবর:
- ২০২৬ বিশ্বকাপ আর্জেন্টিনা দলের বাছাই পর্বের সূচি
- ১০টি প্যাসিভ ইনকাম আইডিয়া – ২০২২ সালের অর্থ উপার্জন করার সহজ উপায়
- কাতার বিশ্বকাপ ২০২২: ব্রাজিল ম্যাচের সময়সূচি, কবে, কোথায়
কাতার ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাচের বাংলাদেশ ও ভারতীয় সময় সূচি ২০২২
তারিখ | আজকের ম্যাচ |
সময় বাংলাদেশ – ভারতীয় |
স্টেডিয়াম |
২২ নভেম্বর | আর্জেন্টিনা ২-১ সৌদি আরব | বিকাল ৪টা – ৩:৩০ মিনিট | লুসাইল স্টেডিয়াম |
২৭ নভেম্বর | আর্জেন্টিনা ২-০ মেক্সিকো | রাত ১টা – ১২:৩০ মিনিট | লুসাইল স্টেডিয়াম |
১ ডিসেম্বর | পোল্যান্ড ০-২ আর্জেন্টিনা | রাত ১টা – ১২:৩০ মিনিট | রাস আবু আবুদ |
৪ ডিসেম্বর | আর্জেন্টিনা ২-১ অস্ট্রেলিয়া | রাত ১টা – ১২:৩০ মিনিট | আহমেদ বিন আলী |
১০ ডিসেম্বর | আর্জেন্টিনা ২(৪) – ২(৩) নেদারল্যান্ডস | রাত ১টা – ১২:৩০ মিনিট | লুসাইল স্টেডিয়াম |
১৪ ডিসেম্বর | আর্জেন্টিনা ৩-০ ক্রোয়েশিয়া | রাত ১টা – ১২:৩০ মিনিট | লুসাইল স্টেডিয়াম |
১৮ ডিসেম্বর | আর্জেন্টিনা ৪-২ (৩-৩) ফ্রান্স | রাত ৯টা – ৮:৩০ মিনিট | লুসাইল স্টেডিয়াম |
আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ স্কোয়াডঃ
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), হেরোনিমো রুলি (ভিয়ারিয়াল), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), গনসালো মনতিয়েল (সেভিয়া), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটম্পার), হেরমান পেস্সেইয়া (রিয়াল বেতিস), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেস (ম্যানচেস্টার ইউনাইটেড), মার্কোস আকুনিয়া (সেভিয়া), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল)
মিডফিল্ডার: রদ্রিগো দে পল (আতলেতিকো মাদ্রিদ), লেয়ান্দ্রো পারেদেস (ইউভেন্তুস), আলেক্সিস মাক আলিস্তের (ব্রাইটন), গিদো রদ্রিগেস (রিয়াল বেতিস), আলেহান্দ্রো গোমেস (সেভিয়া), এনসো ফের্নান্দেস (বেনফিকা), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন)
ফরোয়ার্ড: আনহেল দি মারিয়া (ইউভেন্তুস), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেস (ম্যানচেস্টার সিটি), পাওলো দিবালা (রোমা), নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা), হোয়াকিন কোররেয়া (ইন্টার মিলান), লিওনেল মেসি (পিএসজি)
𝙄𝙣𝙩𝙧𝙤𝙙𝙪𝙘𝙞𝙣𝙜 𝙂𝙧𝙤𝙪𝙥 𝘾…
Leo versus Lewy – who you got?#FinalDraw | #FIFAWorldCup
🇦🇷@Argentina | 🇸🇦@SaudiNT
🇲🇽@miseleccionmx | 🇵🇱@LaczyNasPilka pic.twitter.com/bUJj8RICon— FIFA World Cup (@FIFAWorldCup) April 2, 2022
[…] কাতার ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা ম্য… […]