Vinícius Júnior
Photo Credit: Twitter/UEFA

ভিনিসিয়াস জুনিয়রের গোলে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হল রিয়াল মাদ্রিদ। এটা নিয়ে তাদের ১৪তম শিরোপা। অন্যদিকে এ জয়ের ফলে আনচেলত্তির রেকর্ড চতুর্থ চ্যাম্পিয়নস লিগ জেতা হয়ে গেল।

খেলার প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। তবে ৪৩তম মিনিটে লিভারপুলের জালে পাঠিয়েছিলেন বেনজেমা। তবে অফসাইডে থাকায় গোল মিলেনি।

ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ভিনিসিয়াস এই গোল করেন। পুরো ম্যাচে ২৪ শট নিয়েও গোল আদায় করতে ব্যর্থ হয় লিভারপুল। সেখানে মাত্র ৪ নিয়ে গোল করে শিরোপা ঘরে তোলে স্প্যানিশ ক্লাব।

প্যারিসের স্তাদ দে ফ্রান্সে স্থানীয় সময় ৯টা বাংলাদেশ সময় রাত ১টায় চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হওয়ার কথা থাকলেও ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময় রাত ১টা ৩৮ মিনিটে। সমর্থকদের মাঠে প্রবেশ নিয়ে জটিলতায় প্রথমে ১৫ মিনিট দেরিতে ম্যাচ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তীতে উয়েফা তাদের বিবৃতিতে প্রথমে সমর্থকদের মাঠে প্রবেশে দেরির কথা বলা হলেও পরে বিবৃতি বদলে লেখা হয়েছে, ‘নিরাপত্তাজনিত কারণে’ ম্যাচ শুরু হতে দেরি হবে।

এই দুই দল শেষবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হয়েছিল ২০১৭-১৮ মৌসুমে। সেবার ৩-১ গোলে জয় পায় রিয়াল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here