সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল ১ জুলাই থেকে ৩০ শতাংশ মসজিদ ও অন্যান্য উপাসনালয় পুনরায় খুলে দেওয়া হবে। তবে শুক্রবার সেখানে কোনো জুমার নামাজ অনুষ্ঠিত হবে না। গতকাল সোমবার ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জাতীয় সংকট ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনসিইএমএ) মুখপাত্র সাইফ আল ধাহেরি।

এই কর্মকর্তা জানান, শিল্পাঞ্চল, শ্রম আবাসিক অঞ্চল, শপিংমল ও পাবলিক পার্কের নির্দিষ্ট কয়েকটি মসজিদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

স্বাস্থ্য কর্তৃপক্ষ ইবাদতকারীদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে ইতোমধ্যে মসজিদে কর্মরত ইমাম ও কর্মীদের জন্য কোভিড-১৯ পরীক্ষা করেছে বলেও জানান সাইফ আল ধাহেরি।

তিনি আরও বলেন, ‘আমরা সামাজিক দূরত্বসহ সতর্কতা অবলম্বন করে জনসাধারণকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। ১২ বছরের কম বয়সী শিশুরা, বৃদ্ধরা ও দীর্ঘস্থায়ী অসুস্থ ব্যক্তিদেরও মসজিদে যাওয়া উচিত নয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here