coronavirus

বিশ্বব্যাপী করোনা সংক্রমণ নিয়ে তথ্য প্রকাশকারী ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ লাখ ৩ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া সারা বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩১ লাখ ২০ হাজার ৮০২ জন।

তথ্য আরও দেখা যায় যে ভাইরাসের কবল থেকে ইতোমধ্যে সেরে উঠেছেন ১ কোটি ৫৭ লাখের অধিক মানুষ।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৫৭ লাখ ছাড়িয়ে গেছে এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭৯ হাজার ২০০ জনের ।

যুক্তরাষ্টের পর দক্ষিণ আমেরিকার ব্রাজিল দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ। সেখানে নিশ্চিতভাবে ৩৫ লাখ ৩৬ হাজার ৪৮৮ জন আক্রান্ত এবং ১ লাখ ১৩ হাজার ৪৫৪ জন মারা গেছেন।

অন্যদিকে, ভারত বিশ্বের তৃতীয় সর্বোচ্চ আক্রান্তের দেশ । এ পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৯২৮ জন এবং আক্রান্তের সংখ্যা ২৯ লাখেরও বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here