যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষ। সারা বিশ্ব তাকিয়ে আছে- কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট। তবে সবার চোখ এখন ব্যাটলগ্রাউন্ড বলে পরিচিত রাজ্যগুলোতে। কারণ, এসব রাজ্যই নতুন প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর মধ্যে রয়েছে ফ্লোরিডা, ওহাইও, জর্জিয়া, পেনসিলভ্যানিয়া, মিশিগান, টেক্সাস, উইসকনসিন এবং নর্থ ক্যারোলাইনা। বেশির ভাগ রাজ্যেই ভোটগ্রহণ শেষে চলছে গণনা। তবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে এসব রাজ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বলে আভাষ পাওয়া যাচ্ছে। প্রক্ষেপিত ফলে বলা হয়, অতি গুরুত্বপূর্ণ ফ্লোরিডা রাজ্যে সামান্য ভোটের ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প।
এ ছাড়া তিনি আলাবামা ও ওকলাহোমায় জয়ের পথে রয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন নিজের রাজ্য দেলাওয়ার এবং ভার্জিনিয়াতে জয় পাচ্ছেন। তবে ওই যে প্রায় ডজনখানেক সুইংস্টেট সেগুলোই কে প্রেসিডেন্ট হবেন তা নির্ধারণ করে থাকে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে কমপক্ষে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয় একজন প্রার্থীকে। সেক্ষেত্রে এসব রাজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু করোনা ভাইরাস মহামারির কারণে এবার মেইলে ভোট বৃদ্ধি পেয়েছে। ফলে আজ নির্বাচনের দিনেই কে প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছেন তা জানা না যাওয়ার সম্ভাবনাই বেশি।