প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশের করোনা পরিস্থিতি সামাল দেওয়াকেই সর্বাধিক অগ্রাধিকার দেবেন বলে জানিয়ে দিলেন জো বাইডেন৷ পাশাপাশি, অর্থনীতিকে চাঙ্গা করা, বর্ণ বৈষম্য দূর করার দিকেও তিনি জোর দেবেন বলে দাবি বাইডেনের৷ আজ রাতেই জো বাইডেনের সঙ্গে মার্কিনীদের সামনে আসবেন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস৷ যদিও কোনও বক্তব্য রাখবেন না তিনি৷

ভোটে জয় নিশ্চিত, ঘোষণা করে দিলেন জো বাইডেন৷ একই সঙ্গে তার দাবি, ২৭০ এর ম্যাজিক ফিগার ছাড়িয়ে ৩০০-র বোশি ইলেকটোরাল ভোট পেতে চলেছেন তিনি৷ চূড়ান্ত ফলাফল ঘোষণা হোক না হোক, আজ রাতেই দেশবাসীর উদ্দেশে বার্তা দেবেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন৷ ভাষণ দেওয়ার আগে পর্যন্ত ফলাফল ঘোষণা না হলে, ভোগগণনার সর্বশেষ পরিস্থিতি নিয়েই বক্তব্য রাখবেন তিনি৷

এদিকে ট্রাম্পের অভিযোগ, যে সমস্ত রাজ্যে এগিয়ে ছিলেন, সেখানে রহস্যজনক ভাবে পিছিয়ে গিয়েছেন ৷ নিজের আইনি দলের উপরেও ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট৷

মাত্র ১৫৭৯ ভোটে জর্জিয়ায় এগিয়ে বাইডেন৷ কিন্তু জর্জিয়ার নির্বাচনী আইন অনুযায়ী, দুই প্রার্থীর মধ্যে প্রাপ্ত ভোটের ফারাক এত কম হলে সেখানে পুনর্গণনা হয়। এছাড়া পেনসেলভেনিয়াও ছিনিয়ে নিলেন জো বাইডেন৷ পেনসেলভেনিয়ায় ২০ টি ইলেকটোরাল ভোট গিয়েছে বাইডেনের পক্ষে। ফিলাদেলফিয়া কাউন্টিতে রয়েছে ৪০ হাজার প্রভেশনাল ব্য়ালট। ফলে চূড়ান্ত ফল আসতে লাগবে অনেকটা সময়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here