মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের খুব কাছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলো যেগুলোকে ‘ব্যাটলগ্রাউন্ড বা যুদ্ধক্ষেত্র’ হিসেবে বর্ণনা করা হচ্ছে, সেগুলোতে লালকে পেছনে ফেলে নীলের আধিপত্য বিস্তার একরকম বলেই দিচ্ছিল হোয়াইট হাউস জয়ে বাইডেন সফল। এরপরও টেলিভিশন নেটওয়ার্ক বা সংবাদমাধ্যমগুলো তাকে বিজয়ী বলেনি। কিছু রাজ্যে ভোটগণনা অব্যাহত রয়েছে উল্লেখ করেছে।

কিন্তু মার্কিন তথ্য ও ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ডিসিশন ডেস্ক তা করেনি। গোটা জাতি তথা গোটা বিশ্বের মানুষ যে দিকে তাকিয়ে আছে এবার, সেই উত্তর দিয়ে দিয়েছে এ ঘোষণাতেই। নির্বাচন বিষয়ে পূর্বাভাস সরবরাহকারী প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো জো বাইডেনকেই দেশের ৪৬তম প্রেসিডেন্ট ঘোষাণা করেছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ডিসিশন ডেস্ক সদরদপ্তর জো বাইডেনকে প্রেসিডেন্ট ডাক দেওয়া প্রথম কোনো প্রতিষ্ঠান। তারা ওই প্রবীণ রাজনীতিবিদকে যুক্তরাষ্ট্রের ৪৬তম অর্থাৎ পরবর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেছে নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে।

ডিসিশন ডেস্ক মনে করে, জো বাইডেন গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য পেনসিলভেনিয়াতে জিতেছেন। যেখানে ২০টি ইলেক্টোরাল ভোট রয়েছে। অথচ বাইডেন ম্যাজিক ফিগার ২৭০ এর মাত্র ছয় পয়েন্ট দূরে ২৬৪ ভোট নিয়ে অবস্থান করছেন। অর্থাৎ হোয়াইট হাউস জয় তার নিশ্চিত। ওদিকে ২১৪ তে থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেনসিলভেনিয়া ছাড়া জয় পাচ্ছেন না। সবমিলে, বাইডেনেরই জয়! অবশ্য ডিসিশন ডেস্ক বাইডেন সবমিলে ২৭৩ ইলেক্টোরাল ভোট পাবেন বলে উল্লেখ করেছে। তাকে ২৬৪ থেকে পেছনে দেখিয়েছে সংস্থাটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here