করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সুদানের শেষ প্রধানমন্ত্রী সাদিক আল মাহদি। সংযুক্ত আরব আমিরাতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
Sadiq al-Mahdi, a leading Sudanese politician and the country’s last democratically elected prime minister, has died from coronavirus https://t.co/rOZat2XCmf pic.twitter.com/WcB32GhD9S
— Reuters (@Reuters) November 26, 2020
মাহদির জাতীয় উম্মা পার্টি এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
২৯ অক্টোবর তার করোনা ধরা পড়ে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতের ওই হাসপাতালে তিন সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকার পর মাহদি মারা যান।
সুদানের ওমদুরমান শহরে শুক্রবার তাকে সমাহিত করা হবে। ১৯৮৯ সালে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী থাকাকালীন এক সামরিক অভ্যুত্থানে মাহদিকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপরই ক্ষমতা দখল করেন সাবেক প্রেসিডেন্ট ওর আল বাশার।
টানা প্রায় ৩ দশক ক্ষমতায় থাকার পর গেল বছর আল বাশারও অভ্যুত্থানের মাধ্যমেই ক্ষমতাচ্যুত হন। ক্ষমতার এই পালাবদলে দেশটিতে অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন মাহদি।