কানাডার টরন্টোর রিজেন্ট পার্ক এলাকায় বন্দুকধারীর গুলিতে তিন বাংলাদেশি কানাডিয়ান গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে রিজেন্ট পার্ক ব্লুভার্ড এবং ডান্ডাস স্ট্রিট সংলগ্ন এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

টরন্টো পুলিশ জানায়, এলোপাতাড়ি গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে অসংখ্য গুলির দাগসহ হোন্ডা একর্ড গাড়ি উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি দেবব্রত দে তমাল এক ফেসবুক পোস্টে লিখেছেন, গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টো’র সহ-সভাপতি আনাই মিয়া, সুলতান আহমদ এবং মোঃ আব্দুস ছত্তার এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছেন। এদের মধ্যে আনাই মিয়ার অবস্থা আশংকাজনক। বাকি তিনজন শঙ্কামুক্ত।

পুলিশ জানায়, তারা ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। দুই সন্দেহভাজনকে তারা খুঁজছে। সন্দেহভাজনরা ২০১৪ মডেলের টয়োটা রাভ ফোর গাড়ি ব্যবহার করছিল বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here