facebook-down
photo credit: facebook-down/facebook

মিয়ানমারে ফেসবুক বন্ধ করে দিয়েছে দেশটির পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়।

বুধবার মিয়ানমারের সব মোবাইল অপারেটর ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে ফেসবুক বন্ধের নির্দেশ দেয় পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়। বৃহস্পতিবার তা কার্যকর হয়। খবর এএফপি ও মিয়ানমার টাইমসের

মিয়ানমারের পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ফেসবুক বন্ধ থাকবে। ফেসবুকে মিথ্যা তথ্য ও ভুয়া সংবাদ ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে এটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফেসবুকের মুখপাত্র অ্যান্ডি স্টোন বলেন, মিয়ানমারকে ফেসবুক বন্ধ না করার জন্য অনুরোধ করেছি। এটি বন্ধ হলে দেশটির নাগরিকরা তাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানে সমস্যায় পড়বেন।

মিয়ানমারের বেশিরভাগ মানুষই ফেসবুক ব্যবহার করেন। ব্যবসা-বাণিজ্য ও সরকারি পর্যায়ের কর্মকর্তারাও ফেসবুকে সক্রিয়। যোগাযোগের প্রাথমিক মাধ্যম হিসেবে দেশটিতে ব্যবহৃত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here