ভারতে করোনাভাইরাস যে তান্ডব চলছে তা ঢেউ ছাপিয়ে রূপ নিয়েছে জলোচ্ছ্বাসে। গত ২৪ ঘণ্টায় প্রতিবেশী দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে তিনলাখ মানুষ।

ভারতীয় পত্রিকা হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন, মৃত্যু হয়েছে ২ হাজার ৬২৪ জনের। ২০২০ সালেও একদিনে করোনা এত মানুষের প্রাণ কাড়েনি। পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে, মতামত বিশেষজ্ঞদের।

এই মুহূর্তে ভারতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৫২ হাজার ৯৪০ জন। সংক্রমণ বাড়ছে হুহু করে। এদিকে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় হাসপাতালগুলিতে জায়গা পাচ্ছেন না বহু করোনা রোগী। সবমিলিয়ে পরিস্থিতি ভয়াবহ।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনামুক্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৮৩৮ জন। এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৮১। করোনায় মোট প্রাণহানি হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৫৪৪ জনের। এখনও পর্যন্ত দেশে ভারতে টিকা দেওয়া হয়েছে ১৩ কোটি ৮৩ লাখ ৭৯ হাজার ৮৩২ জনকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here