Photo credit: Twitter

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা বন্ধ ও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ২৮ জন সিনেটর। নিজের টুইটার অ্যাকাউন্টে মার্কিন সিনেটর জন অসোফ যুদ্ধবিরতি বন্ধে দেওয়া যৌথ বিবৃতি তুলে ধরেন।

ডেমোক্র্যাট দলীয় সিনেটর জন অসোফের নেতৃত্বেই এই যৌথ বিবৃতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই বিবৃতিতে সিনেটররা দুই পক্ষের চলমান সংঘাত বন্ধের আহ্বান জানান। তারা বলেন, ইসরায়েল ও ফিলিস্তিন ভূখণ্ডে সংঘাত যাতে আর না বাড়ে ও বেসামরিক মানুষের আর প্রাণহানি না ঘটে, সেজন্য অতিসত্বর আমরা যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।

এদিকে ফিলিস্তিনিদের দুর্দশার কথা উল্লেখ করে তাদের সহায়তার আহ্বান জানিয়ছে জাতিসংঘ। একই সুরে কথা বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।

তবে এসবের কোনো কিছুই কানে না তুলে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here