আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে বিচ্ছেদের জন্য স্ত্রী ম্যাকেনজি বেজোসকে দিতে হচ্ছে প্রায় ৩ হাজার ৮০০ কোটি ডলার। শুক্রবার যুক্তরাষ্ট্রের সিয়াটলের এক আদালত অর্থের এই পরিমাণ ঠিক করে দিয়েছেন।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে এক টুইট বার্তায় নিজেদের ২৫ বছরের সাংসারিক জীবনের ইতি টানার ঘোষণা দেন বেজোস দম্পতি। এরপর গত এপ্রিলে তাঁদের বিচ্ছেদ অনুমোদিত হওয়ার পর ম্যাকেনজিকে কী পরিমাণ অর্থ দিতে হবে, তার পরিমাণ নির্ধারণ করা হয়।

ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, বিচ্ছেদের পর আমাজনের ৩৮৩০ কোটি ডলারের সমপরিমাণ শেয়ারের মালিক হবেন ম্যাকেনজি বেজোস।

আমাজনের পক্ষ থেকে জানানো হয়, সংস্থার মোট শেয়ারের চার শতাংশ পাবেন ম্যাকেনজি। এরপরও জেফ বেজোসের হাতে থাকবে সংস্থার ১২ শতাংশ শেয়ার। ফলে তিনি এখনো বিশ্বের ধনীতম ব্যক্তি।

টুইটারে যৌথভাবে দেওয়া এক বার্তায় গত ৯ জানুয়ারি জেফ ও ম্যাকেনজি বেজোস বিচ্ছেদের কথা জানিয়েছিলেন। এরপর থেকে সারা বিশ্বে এই দম্পতিকে নিয়ে তোলপাড় শুরু হয়। ১৯৯৩ সালে বিয়ে করেন তাঁরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here