তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পরিপ্রেক্ষিতে দেশটিতে সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। পাশাপাশি তালেবান ক্ষমতা দখলের পর এখন দেশটির উন্নয়ন কর্মকাণ্ডে কতটা প্রভাব ফেলে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। খবর বিবিসির।

বিশ্বব্যাংকের ওয়েবসাইটে দেয়া তথ্য মতে, ২০০২ সাল থেকে এ পর্যন্ত তারা আফগানিস্তানে ৫ দশমিক ৩ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। বর্তমানে আফগানিস্তানে বিশ্বব্যাংকের দুই ডজনের মতো উন্নয়নমূলক প্রকল্প রয়েছে।

আফগানিস্তানে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিশ্বব্যাংকের এক মুখপাত্র জানান, দেশটির উন্নয়ন বিশেষ করে নারীদের ওপর পরিস্থিতি পরিবর্তনের প্রভাব নিয়েই উদ্বেগ বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here