অর্থনৈতিক সংকটের মুখে থাকা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে গেছেন। রাষ্ট্রপতির পালিয়ে যাবার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে, হাজার হাজার মানুষ কলম্বোর প্রধান প্রতিবাদস্থলে জড়ো হয়ে “গোতা চোর, গোতা চোর” বলে স্লোগান দেয়। খবর আল জাজিরা।
Sri Lanka PM Ranil Wickremesinghe’s office says President Gotabaya Rajapaksa has fled to the Maldives, hours before he was expected to resign.
🟠 Follow our LIVE coverage: https://t.co/83MW1l26Zq pic.twitter.com/RsyD7Hqz4V
— Al Jazeera English (@AJEnglish) July 13, 2022
এর আগে গত রবিবার পদত্যাগের সিদ্ধান্ত জানান প্রেসিডেন্ট গোতাবায়া। তার পদত্যাগ আজ থেকে কার্যকর হচ্ছে।
সরকারি সূত্র ও সহযোগীরা জানিয়েছেন, প্রেসিডেন্টের ভাই সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে এখনও শ্রীলঙ্কায় রয়েছেন।
গোতাবায়া রাজাপাকসে, তার স্ত্রী এবং দুই দেহরক্ষী বুধবার ভোরে শ্রীলঙ্কার বিমান বাহিনীর একটি বিমানে করে করেন মালদ্বীপেচল যান, বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে।