সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ তার ছেলে এবং উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দেশটির প্রধানমন্ত্রী এবং তার দ্বিতীয় পুত্র প্রিন্স খালিদকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে, এই মর্মে একটি রাজকীয় ডিক্রি মঙ্গলবার সরকারী সৌদি প্রেস এজেন্সি দ্বারা প্রকাশিত হয়েছে ।
Saudi Arabia’s Crown Prince Mohammed bin Salman has been named the kingdom’s PM in a cabinet reshuffle ordered by King Salman.
Read more: https://t.co/x8Y6Ruybw6 pic.twitter.com/4GQuliA3tw
— Al Jazeera English (@AJEnglish) September 27, 2022
রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, এই রদবদলের ফলে আরেক পুত্র প্রিন্স আব্দুল আজিজ বিন সালমানকে জ্বালানি মন্ত্রী হিসেবে বহাল রাখা হয়েছে।
এছাড়া পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ, অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান এবং বিনিয়োগ মন্ত্রী খালিদ আল-ফালিহ অপরিবর্তিত রয়েছেন, ডিক্রিতে দেখানো হয়েছে।