Nassar-Katherine-Bill-Gates
Photo Credit: Katharine Gates/Instagram

বিশ্বের শীর্ষস্থানীয় ধনকুবের ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের জ্যেষ্ঠ কন্যা জেনিফার গেটস মিশরীয় ঘোড়দৌড়বিদ নায়েল নাসেরের সাথে তার বাগদানের কথা ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বরফাচ্ছাদিত জায়গায় বসা দুজনের ছবি পোস্ট দিয়ে ২৩ বছর বয়সী জেনিফারই তার বিয়ের খবর জানান। ইনস্টাগ্রামের পোস্টে তিনি বলেন, ‘হ্যাঁ, আমাকে ভালোবাসার বন্ধনে জড়িয়ে বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটালে নায়েল নাসের’।

গেটস এবং নাসার দুজনেই স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সেখানে পড়ার সময় দু’জনের পরিচয় হয়। দু’জনেরই ঘোড়দৌড়ের প্রতি ভালোবাসা রয়েছে । জেনিফার ২০১৮ সালে স্নাতক করেছেন এবং নায়েল করছেন ২০১৩ সালে।

ইনস্টাগ্রামের পোস্টে জেনিফার বলেন, ‘তুমি অনন্য। এই সপ্তাহান্তে তুমি আমায় একেবারে অবাক করে এমন জায়গায় নিয়েছো, যা আমার কাছে স্বপ্নের মতো ছিল। আমরা শিখতে, বাড়তে, হাসতে এবং ভালোবাসতে কাটিয়ে দেব আমাদের জীবন।’

জেনিফারের এই খবরে খুশি হয়েছেন মাইক্রোসফটের বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here