মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণার মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগান Eoin Joseph Gerard Morgan। মরগানের অধীনে ইংল্যান্ড ২০১৯ বিশ্বকাপ জিতেছে। খবর বিবিসি’র।
🗣️ "It is strange to comprehend the side without him."
Eoin Morgan is set to retire from international cricket.
An official announcement could be made on Tuesday.#BBCCricket
— Test Match Special (@bbctms) June 27, 2022
তিনি এমন একটা সময়ে অবসরে জেতে চাইছেন যখন আগামী মাসের ৭ জুলাই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ড ও ভারত মুখোমুখি হবে এবং এই বছরের অক্টোবরে শুরু হবে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অক্টোবরে শুরু হবে।
ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে যথাক্রমে ৬,৯৫৭ এবং ২,৪৫৮ রান করে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে মরগান শীর্ষে রয়েছেন।
তিনি এ পর্যন্ত ২৪৮টি ওয়ানডে ও ১১৫টি টি২০ ম্যাচ খেলেছেন। তবে, মাত্র ১৬টি টেস্ট ম্যাচ খেলে মাত্র ৭০ রান সংগ্রহ করেছেন ।
[…] […]