বাংলাদেশ ৯ উইকেটে জিতল নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে, সিরিজ ২-১

আজ স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ৯ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে থেকে শেষ ওয়ানডে ম্যাচে হেরেও ২-১ সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড।

শনিবার নেপিয়ারে সিরিজের শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাটিং করতে নেমে ৩১.৪ ওভারে সবকোটি উইকেট হারিয়ে ৯৮ রান করে নিউজিল্যান্ড। দলীয় ১৬ রানে কিউই ওপেনার রাচিনকে বিদায় করেন তানজিম সাকিব। ১২ বলে ৮ রান করে বিদায় নেন এই কিউই ওপেনার।

৭ ওভারে বল করে শরীফুল ৩ উইকেট নিয়ে ক্যারিয়ারে ১৪তম বাংলাদেশি বোলার হিসেবে ৫০ উইকেটের খাতায় নাম লেখালেন ।

এছাড়া বল হাতে বাংলাদেশের হয়ে সৌম্য ও তানজিম হাসানও তিনটি করে উইকেট নেন।

জয়ের জন্য ৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ১৫.১ ওভারে ৯৯ রান করে করে জয় তুলে নেয়। নাজমুল হক শান্ত ৫১ রান করে অপরাজিত থাকেন। এনামুল ৩৩ বলে ৩৭ রান করে আউট হন। লিটন দাস ১ রানে অপরাজিত থাকেন।

শুরুতে দুই ওপেনার সৌম্য আর এনামুল হক বিজয় নামলেও চোখে কিছু একটা পড়ার কারণে ১৬ বলে ৪ রান করে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন সৌম্য। এরপর অধিনায়ক শান্ত এসে যোগ দিয়ে দলকে জয়ের দিকে নিয়ে যান।

এই জয়ের ফলে নিউজিল্যান্ডের মাঠে এই প্রথম এক দিনের ম্যাচ জিতল বাংলাদেশ।

বাংলাদেশ vs নিউজিল্যান্ড ম্যাচের ফলাফল

প্রথম ইনিংস

দল স্কোর ব্যাটিং বোলিং
নিউজিল্যান্ড ৯৮/১০ (৩১.৪ ওভার) উইল ইয়ং (২৬), টম ল্যাথাম (অধিনায়ক) (২১) তানজিম হাসান সাকিব (৭-১৪-৩), সৌম্য সরকার (৬-১৮-৩), শরীফুল ইসলাম (৭-২২-৩)

 

দ্বিতীয় ইনিংস

দল স্কোর ব্যাটিং বোলিং
বাংলাদেশ ৯৯/১ (১৫.১ ওভার) নাজমুল হোসেন শান্ত (৫১), আনামুল হক (৩৭) উইলিয়াম ও’রর্ক (৪-৩৩-১), অ্যাডাম মিলনে (৪-১৮-০)

 

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, এনামুল হক, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, হেনরি নিকোলস, টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, অ্যাডাম মিলনে, আদি অশোক, জ্যাকব ডাফি ও উইলিয়াম ও’রর্ক।

ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে নিউ জিল্যান্ড ২-১ ব্যবধানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: তানজিম হাসান ৩-২৪-৭

ম্যান অব দা সিরিজ: উইল ইয়াং – ১০৫, ৮৯, ২৬

তারিখ রান বল চার ছক্কা স্ট্রাইক রেট প্রতিপক্ষ ভেন্যু
১৭ ডিসেম্বর ২০২৩ – ১ম ওয়ানডে ১০৫ ৮৪ ১৪ ১২৫.০০ বুংলাদেশ ডুনেডিন
২০ ডিসেম্বর ২০২৩ – ২য় ওয়ানডে ৮৯ ৯৪ ৯৪.৬৮ বুংলাদেশ নেলসন
২৩ ডিসেম্বর ২০২৩ – ৩য় ওয়ানডে ২৬ ৪৩ ৬০.৪৬ বুংলাদেশ নেপিয়ার

 

** নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ ওডিআই সিরিজের ফলাফল**

ম্যাচ তারিখ ভেন্যু বিজয়ী স্কোর ব্যবধান পদ্ধতি
১ম ওয়ানডে রবিবার, ১৭ ডিসেম্বর ২৩ ডুনেডিন নিউজিল্যান্ড ২৩৯/৭ (৩০ ওভার) ৪৪ রান (ডিএলএস) ডিএলএস পদ্ধতি
২য় ওয়ানডে বুধবার, ২০ ডিসেম্বর ২৩ নেলসন নিউজিল্যান্ড ২৯৬/৩ (৪৬.২ ওভার) ৭ উইকেট ২২ বল বাকি থাকতে
৩য় ওয়ানডে শনিবার, ২৩ ডিসেম্বর ২৩ নেপিয়ার বাংলাদেশ ৯৯/১ (১৫.১ ওভার) ৯ উইকেট ২০৯ বল বাকি থাকতে

 

এরপর আগামী বুধবার নেপিয়ারেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ মুখোমুখি হবে দুই দল।

দল স্প্যান ম্যাচ জয় পরাজয় ড্র টাই % ড্র %
বাংলাদেশ ২০১০-২০২২ ১৭ ১৪ 0 0 0.00 ১৭.৬৪
নিউজিল্যান্ড ২০১০-২০২২ ১৭ ১৪ 0 0 0.00 ৮২.৩৫

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here