ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আইপিএল ২০২২ সালের নিলামের আগে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স । এর সাথে বাদ পড়েছেন অধিনায়ক এউইন মরগান ।
BREAKING: ESPNcricinfo understands that KKR have retained Sunil Narine, Andre Russell, Varun Chakravarthy and Venkatesh Iyer for #IPL2022
👉 https://t.co/aFpkN4ETbx pic.twitter.com/XWiI4d20ey
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 29, 2021
বিসিসিআই প্লেয়ার রীটেনসন পলিসি অনুযায়ী আইপিএলের ৮টি দল নিজেদের যেকোনো ৪ জন খেলোয়াড় ধরে রাখাতে পারবে। সেই খেলোয়াড়ের তালিকা এই মাসের শেষেই জমা দিতে হবে।
সেই অনুযায়ী কেকেআর সুনীল নারিন , আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার এবং বরুন চক্রবর্তীসহ এই চার নাইটকে রিটেন করা হয়েছে।