আইপিএল ২০২২-এর প্রথম কোয়ালিফাযার ম্যাচে গুজরাট টাইটানস ৭ উইকেটে রাজস্থান রয়্যালসকে হারিয়েছে। এই জয়ের ফলে আইপিএল ২০২২-এর ফাইনালে উঠে গেল গুজরাট টাইটানস । জয়ের জন্য শেষ ওভারে ৬ বলে ১৬ রান দরকার ছিল গুজরাটের। ৬ বলের মধ্যে প্রথম তিন বলে ছক্কা হাঁকিয়ে ১৮ রান করে ডেভিড মিলার দলের জয় নিশিত করেন।
Roaring into the finals courtesy a perfect chase!! 🔥🙌👏💙#SeasonOfFirsts #AavaDe #GTvRR #TATAIPL pic.twitter.com/0whUa0gcJ0
— Gujarat Titans (@gujarat_titans) May 24, 2022
কলকাতার ইডেন গার্ডেনে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিটি অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান করে।
দলের পক্ষে জস বাটলার সর্বোচ্চ ৮৯ রান করেন । ২টি ৬ ও ১২টি চারের মাধ্যমে তিনি এই রান করেন। এছাড়া অধিনায়ক সঞ্জু স্যামসন ২৬ বলে ৪৭ রান করেন।
জয়ের জন্য ১৮৯ রানের লক্ষ্য খেলতে নেমে প্রথম ওভারে ঋদ্ধিমান সাহার উইকেট হারালেও শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১৯৩. ওভারে ১৯১ রান করে জয় তুলে নেয় গুজরাট।
৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৬৮ রান করেন ডেভিড মিলার। তার সঙ্গে হার্দিক ২৭ বলে ৪০ রান করেছেন।