আসন্ন আইপিএল-এ ‘প্রাইজ মানি’ কাটছাঁট করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড হাঁটল খরচ কমানোর রাস্তায়। সমস্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে লিখিতভাবে বোর্ড জানিয়েছে, এবার আইপিএল চ্যাম্পিয়নরা আগের বছরগুলোর মতো ২০ কোটি টাকা পাবেন না। পুরস্কার মূল্য এক ধাক্কায় অর্ধেক কমে গিয়ে দাঁড়াল ১০ কোটিতে। রানার্স টিম আগে পেত ১২.৫ কোটি টাকা। সেটাও এবার অর্ধেক কমে গিয়ে দাঁড়াল ৬.৫ কোটিতে। কোয়ালিফায়ারে হেরে যাওয়া তৃতীয় এবং চতুর্থ টিমগুলো এবার পাবে ৪.৩ কোটি টাকা করে।
#BREAKING: The BCCI has decided to halve the prize money for the #IPL2020 champion, runner-up and playoff-qualifiers as part of its cost-cutting measures.https://t.co/HB09zqjb4x
— Sportstar (@sportstarweb) March 4, 2020
আইপিএলে স্টাফদের ভ্রমণেও ব্যয় সংকোচনেরও সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। আইপিএলে স্টাফরা এর আগে আকাশপথে তিন ঘণ্টার বেশি যাত্রা করলে বিজনেস ক্লাস-এর টিকিট পেতেন।
কিন্তু এবার বিসিসিআই জানিয়েছে, আট ঘণ্টার কমের যাত্রাপথ হলে ইকোনমি ক্লাসের টিকিট দেওয়া হবে। তবে সিনিয়র কয়েকজন কর্তার ক্ষেত্রে এই নিয়ম থাকছে না। তাঁরা আগের মতোই বিজনেস ক্লাসে ট্র্যাভেল করতে পারবেন।
প্রসঙ্গত, এবারের আইপিএল শুরু হচ্ছে ২৯ মার্চ। যেদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ফাইনাল ২৪ মে।