কলকাতা তাঁর অন্যতম প্রিয় শহর। সেই শহরের ডাকে বেনাপোল সীমান্ত পেরিয়ে বেলেঘাটার বিধায়ক পরেশ পালের পুজোর উদ্বোধন করে গেলেন সদ্য নির্বাসন মুক্ত সাকিব আল হাসান। তিনি শুধু পুজোর উদ্বোধন করলেন না। একটিবারের জন্যে কালীমূর্তিতে আরতিও করলেন।

ক্রিকেট নিয়ে একটি কথা না বললেও মঞ্চে ব্যাট হাতে বিধায়ক পরেশ পালের বলে জোর মার মারলেন। সাকিবকে কলকাতার রসগোল্লা ছাড়াও বিবেকানন্দ ও মহাত্মা গান্ধীর দুটি মূর্তি উপহার দেয়া হয়। সাকিব বলেন, প্রাণের শহর কলকাতায় আসতে পেরে তিনি খুশি। অমুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার প্রাক্তন ক্ৰিকেটার মাকো শিবশঙ্কর পাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here