পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের কারাগারে ও বাথরুমে ক্যামেরা বসিয়েছিল কারা কর্তৃপক্ষ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য দিয়েছেন তিনি। গত বছর এক মামলায় গ্রেপ্তার করে জেলে পাঠানো হয় মরিয়মকে। তার দাবি, বিরোধীদের দমনের অংশ হিসেবেই তাকে কারাদ- দেয়া হয়েছিল। সেসময় কী কী সমস্যায় তাকে ফেলা হয় তা নিয়েই এক সাক্ষাৎকারে আলোচনা করেছেন এই নেত্রী। এ খবর দিয়েছে পাকিস্তানভিত্তিক গণমাধ্যম জিও নিউজ।

খবরে বলা হয়, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম। চৌধুরী সুগার মিল মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সেসময় কারাগারে তার সঙ্গে ব্যাপক অন্যায় আচরণ করা হয়েছিল বলে জানিয়েছেন মরিয়ম।

তিনি জানান, দুবার জেলে যেতে হয়েছে তাকে। জেলে তার সঙ্গে যা হয়েছে তা যদি তিনি বলেন, তাহলে সরকারের মুখ দেখানোর সাহস থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here