প্রখ্যাত টক শো উপস্থাপক ল্যারি কিং করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

ল্যারি কিং মার্কিন গণমাধ্যম সিএনএন এর সঞ্চালক হিসেবে অসংখ্য সাক্ষাৎকার ও সংবেদনশীল কৌতুকের জন্য আইকনে পরিণত হয়েছিলেন। তিনি বাংলাদেশেও জনপ্রিয়।

তার ছেলে চেঁয়্যান্স পিতার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, শনিবার সকালে ল্যারি কিং মারা যান।

কিংয়ের পারিবারিক সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে ল্যারি কিং লস অ্যাঞ্জেলেসের সিডার সিনাই মেডিকেল সেন্টারে ভর্তি হন। এর আগে কিংয়ের বেশ কয়েকবার হার্ট অ্যাটাক হয়েছিল এবং ১৯৮৭ সালে তার বাইপাস সার্জারি হয়।

২০১৭ সালে কিংয়ের ফুসফুস ক্যানসার ধরা পড়ে। সে সময় তার অপারেশন হয়েছিল। নিজের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তিনি দাতব্য প্রতিষ্ঠান ল্যারি কিং কার্ডিয়াক ফাউন্ডেশন গড়ে তোলেন।

ল্যারি কিং সিএনএনে ২৫ বছরেরও বেশি সময় ধরে “ল্যারি কিং লাইভ” সঞ্চালনা করেছেন। সে সময় তার অনুষ্ঠানের প্রেসিডেন্ট প্রার্থী, তারকা ও খেলোয়াড়সহ স্বনামধন্য ব্যক্তিরা যোগ দিতেন। অনুষ্ঠানটির ৬ হাজারেরও বেশি পর্বের পর ২০১০ সালে ল্যারি কিং অবসর নেন।

তবে বছর দুয়েক পর তিনি ওরা টিভিতে ‘ল্যারি কিং নাউ’ অনুষ্ঠানের মাধ্যমে আবার টকশোতে ফিরে আসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here