ফেসবুকের বিরুদ্ধে দায়ের করা পৃথক দুটি অ্যান্টিট্রাস্ট মামলা খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত।

বিচারক জেমস বোসবার্গ নিজের রায়ে বলেছেন, বিশ্বের বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটির বিরুদ্ধে করা ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) বিশ্বাসবিরোধী অভিযোগটি খুবই অস্পষ্ট।

অর্থাৎ ফেসবুকের বিরুদ্ধে যথেষ্ট তথ্য উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে এফটিসি। আর এই সংবাদে ফেসবুকের শেয়ার একলাফে বৃদ্ধি পেয়েছে ৪.২ শতাংশ। আদালতের এই রায়ে ফেসবুকের বাজারমূল্য প্রথমবারের মতো এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলার ছাড়িয়ে গেছে।

নিজেদের করা সেই মামলায় এফটিসি এটাও অনুরোধ করেছিল, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিকানাধীন এই প্রযুক্তি জায়ান্টকে ভেঙে দেওয়া হোক।

বিশ্লেষকরা বলছেন, এই রায় ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে অ্যান্টিকম্পিটিশন লর জন্য একটি বড় ধাক্কা। তবে এফটিসি এত সহজেই হাল ছেড়ে দিচ্ছে না। তারা মামলাটি পুনরায় দায়ের করতে পারে বলে জানা গেছে। এ জন্য তাদের হাতে ২৮ জুলাই পর্যন্ত সময় আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here