নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যার ঘটনার দায় স্বীকার করেছেন ব্রেন্টন টারান্ট।

গত বছরের ওই হামলা নিয়ে দেশটির একটি আদালতে বৃহস্পতিবার তিনি এই দায় স্বীকার করেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

এতদিন ধরে হামলায় নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছিলেন ২৯ বছর বয়সী ব্রেন্টন। তবে এবার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি।

আদালতে একই সঙ্গে আরও ৪০ জনকে হত্যার চেষ্টা ও একটি সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ও স্বীকার করেন তিনি।

২০১৯ সালের ১৫ মার্চ ফেসবুকে লাইভ দিয়ে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা চালান ব্রেন্টন। জুমার নামাজের সময় চালানো ওই হামলা থেকে অল্পের জন্য রক্ষা পান তখন সেখানে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

বিশ্বব্যাপী ওই হামলার প্রতিবাদ ওঠে। সমালোচনার পর দেশে অস্ত্র আইনে পরিবর্তন আনে নিউজিল্যান্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here