Photo credit: Twitter

চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের জয় পেল বাংলাদেশ। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ এ এগিয়ে গেল বাংলাদেশ। এই প্রথমবারের মতো এক ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় করল করলো টাইগারররা ।

আজ বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে সফরকারী দলের অপেনার রাচিন রবীন্দ্রকে প্রথম ওভারের পঞ্চম বলে বিদায় দেন নাসুম। নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমানের অসাধারণ বোলিং নৈপুণ্যে দলীয় ১০০ রান না করতেই অল আউট হয় নিউজিল্যান্ড । দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন উইল ইয়ং।

শেষ পর্যন্ত ১৯. ৩ ওভারে ৯৩ রানে অলআউট হয়ে যায় সফরকারী দল। নাসুম ১০ রানে ও মুস্তাফিজ ১২ রানে চারটি করে উইকেট নেন।

জবাবে বাংলাদেশ ৯৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ৮ রানের মাথায় ৬ রান করে ওপেনার লিটন বিদায় হন। এরপর দলীয় ৩২ রানে সাকিব আল হাসান(৮) এবং মুশফিকুর রহিম শূন্য রানে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ ।

এরপর ৬৭ রানে ওপেনার নাঈম (২৯) রান আউটে ফিরে গেলেও অধিনায়ক মাহমুদউল্লাহ (৪৩) আফিফকে (৬ ) অপরাজিত থেকে ৫ বল বাকি থাকতে দলের জয় নিশ্চিত করে ম্যাচ ছাড়েন ।

বল হাতে ৪ ওভারে ১০ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ

আগামী ১০ সেপ্টেম্বর সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here