ফের বিচ্ছেদের খবর বলিউডে। বিয়ে ভেঙে গেল দিয়া মির্জার। টুইটারে সেকথা জানালেন অভিনেত্রী। টুইটারে দিয়া জানিয়েছেন, ১১ বছর একসঙ্গে থাকার পর দু’জনে যৌথভাবেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল, আছে, থাকবে বলে জানিয়েছেন তিনি।
— Dia Mirza (@deespeak) August 1, 2019
তিনি লিখেছেন, ‘পরিবারের সবাইকে ও বন্ধুদের ধন্যবাদ জানাই যারা আমাদের পাশে আছেন। এই সময়ে আমরা চাই সবাই যেন আমাদের ব্যক্তিগত জীবনকে সম্মান করে।”
বলিউডে ২০০১ সালে ‘রেহেনা হে তেরে দিলমে’ ছবির মাধ্যমে সাড়া ফেলেছিলেন। প্রথম ছবিতে দিয়াকে ভালোভাবেই গ্রহণ করেছিলেন দর্শক। পরবর্তীতে আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। কিন্তু সফলতা পাননি দিয়া।
Just in! @deespeak and #SahilSangha announce their separation. https://t.co/DC4JTB0M0O
— Filmfare (@filmfare) August 1, 2019
বিরতি ভেঙে ‘লাভ ব্রেক আপ জিন্দেগি’র মাধ্যমে বড় পর্দায় ফেরেন। কিন্তু বরাবরের মতো এই ছবিটিও দর্শকপ্রিয়তা পায়নি। তবে এই ছবির মাধ্যমেই মনের মানুষ খুঁজে পেয়েছিলেন দিয়া। এরপরই ছবির পরিচালক এবং ব্যবসায়ী সাহিল সাঙ্গাকে বিয়ে করেন দিয়া।