নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারের বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলবে বাংলাদেশ ।
Two changes in the Bangladesh Playing XI for the clash against Australia. Sabbir Rahman and Rubel Hosaain come in the side replacing Mosaddek Hossain and Mohammad Saifuddin.#CWC19 #RiseOfTheTigers #BANvAUS #KhelbeTigerJitbeTiger pic.twitter.com/8BfPxLLsj9
— Bangladesh Cricket (@BCBtigers) June 20, 2019
ইতমধ্যে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ টস জিতে ব্যাটিং নিয়েছেন ।
আজকের বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ একাদশে পরিবর্তন করা হয়েছে । বাংলাদেশের একাদশে মিডল অর্ডারে মোসাদ্দেককে বসিয়ে সাব্বির এবং সাইফুদ্দিনের পরিবর্তে রুবেলকে নেওয়া হয়েছে ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান।