সামাজিক হিতকর কাজের জন্য এর আগে লন্ডনের এডিনবার্গ ও বেডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় এবং লন্ডন ইউনিভার্সিটি অফ ল-এর তরফে বিশেষ সাম্মানিক প্রদান করা হয়েছে শাহরুখকে। এবার সেই একই কারণেই অস্ট্রেলিয়া লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের তরফেও সাম্মানিক ডক্টরেট পেতে চলেছেন শাহরুখ খান।
The rumours are true. Bollywood superstar and famed philanthropist Shah Rukh Khan is coming to La Trobe.
Find out why: https://t.co/lEv5LbrjOd | #latrobeuni #IFFMHero pic.twitter.com/nGIg3Ofjs5
— La Trobe University (@latrobe) July 15, 2019
বিভিন্ন সমাজসেবা মূলক কাজে সবসময়ই এগিয়ে এসেছেন কিং খান। এক্ষেত্রে তাঁর ‘মীর ফাউন্ডেশন’-বিশেষ অবদান রয়েছে। সেই কারণেই তাঁকে সাম্মানিক ‘ডক্টরেট’ দিতে চলেছে অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয়।
খবর শুনে শাহরুখ খান জানিয়েছেন, ‘এই সম্মান পেয়ে আমি অভিভূত এবং গর্বিত। ভারতীয় সংস্কৃতির সঙ্গে দীর্ঘ সময়ের যোগাযোগ লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের। এই সম্মান আমাকে দেওয়ার জন্যে আন্তরিক ধন্যবাদ জানাবো।’
চলচ্চিত্র উত্সবের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত শাহরুখ খান। উপস্থিত থাকবেন করণ জোহরও। দেখানো হবে ১৯৯৫ সালে তাদের হিট ছবি কুছ কুছ হোতা হ্যায়।
লা ট্রোব অস্ট্রেলিয়ার প্রথম বিশ্ববিদ্যালয় যেখান থেকে সাম্মানিক ডক্টরেট উপাধি পাচ্ছেন কিং খান। আগামী ৯ আগস্ট বানদুরার মেলবোর্ন ক্যাম্পাসে তার হাতে এই উপাধি তুলে দেওয়া হবে।