লিওনেল মেসিকে অধিনায়ক করে আগামী জুনে দুটো প্রীতি ম্যাচ খেলতে এশিয়া সফরে আসছে আর্জেন্টিনা। ১৫ জুন চীনের বেইজিংয়ে মেসিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ১৯ জুন জাকার্তায় মুখোমুখি হবে স্বাগতিক ইন্দোনেশিয়ার।
আর্জেন্টিনা দলের আরও খবরঃ
These are the players called up by Lionel Scaloni for the Asia Tour 2023! 🇦🇷#ArgentinaNT #VamosArgentina pic.twitter.com/uDU96rya1o
— Selección Argentina in English (@AFASeleccionEN) May 27, 2023
এই ম্যাচ দুটির জন্য আজ ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
প্রায় ৫ বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনের ছেলে জিওভানি সিমিওনে। এ ছাড়া দলে ডাক পেয়েছেন নেদারল্যান্ডসের ক্লাব পিএসভির গোলরক্ষক ওয়ালতার বেনিতেজ, অলিম্পিক মার্সেইয়ের ডিফেন্ডার লিওনার্দো বেলার্দি এবং লাঁসের ফাকুন্দো মেদিনা ।

তবে, চোটের কারণে দলে জায়গা হয়নি লিসান্দ্রো মার্তিনেজ ও পাওলো দিবালার।
আর্জেন্টিনা দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ ((অ্যাস্টন ভিলা), জেরেনিমো রুলি (আয়াক্স), ওয়ালতার বেনিতেজ (পিএসভি)।
রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, গনজালো মন্তিয়েল, জার্মান পেজ্জেয়া, ক্রিস্তিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, মার্কোস আকুনিয়া।
মাঝমাঠ: লিওনার্দো পারেদেস, এনজো ফার্নান্দেজ, গিদো রদ্রিগেজ, রদ্রিগো দি পল, এজেকেল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো।
আক্রমণভাগ: লুকাস ওকাম্পোস, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, জিওভানি সিমিওনে, আলহান্দ্রো গারনাচো, নিকোলাস গনজালেজ, লিওনেল মেসি।
[…] […]
[…] […]