প্রাণঘাতী করোনাভাইরাসে সৌদি আরবের রাজপরিবারের কমপক্ষে ১৫০ জন সদস্য আক্রান্ত হয়েছেন। তাদেরকে চিকিৎসা সেবা দিতে ইতিমধ্যে দেশটিতে বিলাসবহুল হাসপাতালে ৫০০টির মত বেড প্রস্তুত রাখা হয়েছে। দেশটিকে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১২২ জন। মারা গেছেন ৪১ জন।
Up to 150 Saudi royals get infected with coronavirus, NY Times reports https://t.co/6WPLJaDn3G
— Mehmet Çelik (@celik) April 8, 2020
বুধবার রাতে এ বিষয়ে ভিআইপিদের চিকিৎসার জন্যে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। কিং ফাহাদ স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ ওই বার্তায় সব জ্যেষ্ঠ চিকিৎসকদের সতর্ক থাকতে বলা হয়েছে।
এদিকে করোনা আতঙ্কে ৮৪ বছর বয়সী সৌদি বাদশাহ সালমান জেদ্দা শহরের কাছে এক দ্বীপে নিজেকে আইসোলেশনে রেখেছেন। পাশাপাশি তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান (৩৪) একই উপকূলে এক দুর্গম স্থানে নিজ মন্ত্রীদের সঙ্গে অবস্থান করছেন।