দেশের বাইরে প্রথমবার টি-২০ লিগ খেলতে যাচ্ছেন লিটন কুমার দাস। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলবেন তিনি। চলমান সিপিএলে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলবেন বাংলাদেশের ডানহাতি এই ব্যাটসম্যান।
I’m going to play @CPL for the very first time. Please keep me in your prayers 👍👍 pic.twitter.com/YW5QFp2SMX
— Liton Das (@LitonOfficial16) September 25, 2019
ইতোমধ্যে বিসিবির কাছ থেকে ছাড়পত্র পেয়েছেন লিটন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘লিটনকে সিপিএল খেলার জন্য এনওসি দেয়া হয়েছে। সে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২২ ম্যাচে ১৩৮.২২ স্ট্রাইক রেট ও ২০.৫৪ গড়ে লিটনের রান ৪৫২। সব মিলিয়ে ৭৬ টি-টোয়েন্টিতে ১২৮.৯২ স্ট্রাইক রেটে এই তরুণের রান ১ হাজার ২৬৬।
বাংলাদেশের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে সিপিএলে খেলার সুযোগ পেলেন লিটন। সাকিব, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ ম্যাচ খেলেছেন। দলে থাকলেও কোনো ম্যাচে খেলেননি মেহেদী হাসান মিরাজ। এবার সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস দলে ছিলেন আফিফ হোসেন। তবে তরুণ এই অফ স্পিনিং অলরাউন্ডারকে অনাপত্তি পত্র দেয়নি বিসিবি।
৮ ম্যাচের মাত্র দুটি জয় পাওয়া জ্যামাইকা তালাওয়াহসের হয়ে খেলবেন লিটন। এই মুহূর্তে পয়েন্ট তালিকার তলানিতে থাকা ক্রিস গেইলের দলটির পরের ম্যাচ আগামী শনিবার।