ভারতীয় ক্রিকেট সমর্থকদের সবচেয়ে বড় গ্রুপ ‘ভারত আর্মি’। প্রতি বছর ‘ভারত আর্মি’ গ্রুপ বিশ্বের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারকে ‘প্লেয়ার অব দ্য ইয়ার’ পুরস্কার দিয়ে থাকে। এবারও সেই পুরস্কারটি দেবে তারা। ভারত আর্মির আন্তর্জাতিক বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় স্থান পেয়েছেন সাকিব আল হাসান।
#BharatArmyAwards2019 : Here are the nominees for the Men’s International Player of the Year. Hurry up and vote for your favorite star now!#BharatArmy #BenStokes #SteveSmith #ShakibAlHasan #KaneWilliamson pic.twitter.com/Hc9wpJhOde
— The Bharat Army (@thebharatarmy) November 26, 2019
এ তালিকায় সাকিবের সঙ্গে আরও আছেন ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো বেন স্টোকস, অ্যাশেজে অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত পারফরম করা স্টিভেন স্মিথ এবং সর্বশেষ বিশ্বকাপের সেরা ক্রিকেটার নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
গেল বিশ্বকাপে ৮ ম্যাচে ২ সেঞ্চুরি, ৫ হাফসেঞ্চুরিতে ৬০৬ রান করেন সাকিব। বল হাতে শিকার করেন ১১ উইকেট। বিশ্বকাপে চোখধাঁধানো পারফরম্যান্স করায় ভারত আর্মির আন্তর্জাতিক বর্ষসেরা খেলোয়াড়ের পুরুষ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন তিনি।
২০১৮ সাল থেকে ‘দ্য ভারত আর্মি’ আন্তর্জাতিক ক্রিকেটে ’মেনস প্লেয়ার অফ দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড দিচ্ছে। প্রথমবার এই পুরস্কার জিতে নেন ভারতের বিরাট কোহলি। এবার কোনো ভারতীয় ক্রিকেটারের জায়গা হয়নি তালিকায়।