১০ বছর পর পাকিস্তানের মাটিতে শুরু হওয়া ঐতিহাসিক টেস্ট ম্যাচটি বৃষ্টির কারণে ড্রয়ের মধ্যে দিয়ে শেষ হল । এই টেস্টের সবচেয়ে আকর্ষণীয় দিক হল অভিষেক ম্যাচ খেলতে নামা আবিদ আলির সেঞ্চুরি (Abid Ali score a century on Test debut.)। টেস্ট ও ওয়ানডে অভিষেক টেস্টে সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান হলেন তিনি।
💯 on ODI debut ✅
💯 on Test debut ✅Well done @AbidAli_Real 👏👏👏#PAKvSL pic.twitter.com/aTblVb7wZa
— Pakistan Cricket (@TheRealPCB) December 15, 2019
বৈরি আবহাওয়ার কারণে পাকিস্তান-শ্রীলঙ্কার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিন সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার ধনঞ্জয়া ডি সিলভা। তার ১০২ রানের সুবাদে পঞ্চম দিনে ৬ উইকেটে ৩০৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।
এরপর ব্যাট করতে নেমে অভিষেক ম্যাচ খেলতে নামা আবিদ আলি ও বাবর আজমের জোড়া সেঞ্চুরিতে ৭০ ওভারে ২ উইকেটে ২৫২ রান করে পাকিস্তান। আবিদ ১০৯ ও বাবর ১০২ রানে অপরাজিত থাকেন। এরপর দুই দলের অধিনায়কের সাথে কথা বলে ম্যাচটি ড্র ঘোষণা করে আম্পয়ার।
রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের শেষ দিন প্রথম ইনিংসে অপরাজিত ১০৯ রান করেন আবিদ। অভিষেক টেস্টে সেঞ্চুরি করা পাকিস্তানের দ্বাদশ ব্যাটসম্যান তিনি। মার্চ মাসে দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই অভিষেক ঘটে তার। ওই ম্যাচে আবিদ ১১২ রান করেছিলেন।
It’s a draw at Pindi Cricket Stadium!
🇱🇰 308-6d
🇵🇰 252-2#PAKvSL SCORECARD 👉 https://t.co/FItVzxJvROhttps://t.co/yUCwbbmYap pic.twitter.com/jdCWbICzyz— Pakistan Cricket (@TheRealPCB) December 15, 2019
উল্লেখ ২০০৯ সালে শ্রীলংকা ক্রিকেট দলের উপর পাকিস্তানের জঙ্গিরা সন্ত্রাসী হামলা চালানোর কারণে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়নি।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলংকা : ৩০৮/৬ ডি, ৯৭ ওভার (ডি সিলভা ১০২*, করুনারত্নে ৫৯, আফ্রিদি ২/৫৮)।
পাকিস্তান : ২৫২/২ ডি, ৭০ ওভার (আবিদ ১০৯*, বাবর ১০২*, রাজিথা ১/৫)।
ফল : ড্র।
ম্যাচ সেরা : আবিদ আলি (পাকিস্তান)।
সিরিজ : দুই ম্যাচের সিরিজে ০-০ সমতা।
২ য় টেস্ট ম্যাচ: জাতীয় স্টেডিয়াম, করাচি, বৃহস্পতিবার, ১৯-২৩ ডিসেম্বর, ২০১৯।