সম্প্রতি বাংলাদেশের অভিনেত্রী রশিদ মিথিলাকে বিয়ে করছেন ভারতের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। হানিমুন শেষ করে বিয়ের পর প্রথম বারের মত বাংলাদেশে শ্বশুরবাড়িতে এসেছেন সৃজিত। শ্বশুরবাড়ির খাবারে জামায় মুগ্ধ হয়ে সামাজিক যোগােযোগ মাধ্যম টুইটারে খাবারের ছবিসহ একটি পোস্ট করেন।
Shoshurbarir prothom official bhuribhoj – jhiri jhiri aaloo bhaja, loitya shnutki, dal, kawraishnuti die paabda maach, murgir jhol aar bnadakopi die gorur goshth 😍 pic.twitter.com/zQ9QsFxLv5
— Srijit Mukherji (@srijitspeaketh) December 19, 2019
সেখানে সৃজিত লেখেন, শ্বশুরবাড়ির প্রথম অফিসিয়াল ভূরিভোজ। ঝিরিঝিরি আলুভাজা, লইট্যা শুঁটকি, ডাল, কড়াইশুঁটি দিয়ে পাবদা মাছ, মুরগির ঝোল আর বাঁধাকপি দিয়ে গরুর মাংস।
তার এই খাবারের পোস্ট অনেকেই মেনে নিতে পারিনি। তারা বলছে আপনে হিন্দুধর্ম ত্যাগ করুন।