‘রাষ্ট্রীয় সমাজ পক্ষ’ (RSP) বলে কোনও রাজনৈতিক দলে তিনি যোগ দিচ্ছেন না। রাষ্ট্রীয় সমাজ পক্ষ-এর প্রধান মহাদেব জানকার তাঁর ভাল বন্ধু এবং ভাইয়ের মতো। সেই সূত্রেই তাঁর সঙ্গে মহাদেব জানকারের সম্পর্ক কিন্তু আগামী ২৫ সেপ্টেম্বর তিনি কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না বলে স্পষ্ট জানান বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।
I will not be joining any political party: Sanjay Dutt https://t.co/cG5EU5L7RQ pic.twitter.com/0SKlZcnEtI
— Times of India (@timesofindia) August 26, 2019
আরএসপির সভাপতি এবং মহারাষ্ট্রের রাজ্যের পশুপালন ও মত্স্য দপ্তরের মন্ত্রী মহাদেব জানকার রাজনৈতিক দলটির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবাজি পার্কে আয়োজিত অনুষ্ঠানে সঞ্জয় দত্তের ভিডিও ক্লিপ দেখান।
এই ভিডিও বার্তা প্রদর্শনের পর মহাদেব জানকার বলেন, ‘সঞ্জয় দত্ত আমাদের সময় দিয়েছেন। আগামী ২৫ সেপ্টেম্বর তিনি আরএসপিতে যোগ দেবেন। তিনি এখন দুবাই আছেন। যদি আজ মুম্বাই থাকতেন, তাহলে অবশ্যই আমাদের এ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে আসতেন।’