৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক বিদেশি ভাষার ছবি হিসেবে ভারত থেকে অফিশিয়ালি সুযোগ পেল রণবীর সিং ও আলিয়া ভাটের ছবি ‘গালি বয়’।
সূত্রের খবর, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সেরা আন্তর্জাতিক বিদেশি ভাষার ছবি হিসেবে দৌড়ে ছিল অন্ধাধুন, আর্টিকল ১৫, বাধাই হো, বদলার মতো ছবিগুলিও। তবে সুযোগ মিলেছে গালি বয়-এর।
মুম্বাই-এর রাস্তা ও বস্তি থেকে উঠে আসা এক ব্যক্তি র্যাপ-এর মাধ্যমে কীভাবে একজন জনপ্রিয় শিল্পী হয়ে ওঠেন, তার জীবনের লড়াই ও স্বপ্নের পিছনে দৌড়ের গল্পই দেখানো হয়েছে গালি বয়-তে।
ছবিটি ২০১৯-এ বাহরিন ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ারের সুযোগ পায়। ছবিতে রয়েছেন কাল্কি কেঁকলা, বিজয় রাজ ও সিদ্ধান্ত চতুর্বেদী। ছবির পরিচালক জোয়া আখতার।
This is huge! #GullyBoy chosen as India’s official entry for the 92nd #AcademyAwards. #Oscarshttps://t.co/BjLcUgQZ18
— Filmfare (@filmfare) September 21, 2019
ছবিটির সিগনেচার সঙ্গীত ‘আপনা টাইম আয়েগা’ সারাদেশে তরুণদের মুখে মুখে ফিরতে শুরু করে। র্যাপ সঙ্গীত এর আগে ভারতে তেমন জনপ্রিয় না হলেও ওই একটি গানই যেন নতুন এক ধারার সৃষ্টি করে।
আইকনিক ‘মাদার ইন্ডিয়া’ ছবিটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের নমিনেশন পাওয়ার ৬২ বছর পর বলিউড এখন আবার আশায় বুক বাঁধছে- মুম্বাইয়ের এক স্ট্রিট র্যাপারের গল্প অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিততে পারে কি না!