Coronavirus-Lockdown

গত দুই দিনে দুই জন করোনা রোগী শনাক্ত হওয়ায় আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টা থেকে এবার রাজশাহী জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করেছেন জেলা প্রশাসক হামিদুল হক। জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক নির্দেশনা জারি করা হয় এ নিয়ে। লকডাউনের বিষয়টি নিশ্চিত করেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মুহাম্মদ শরিফুল হক।

লকডাউন অনুযায়ী এ জেলার সঙ্গে অন্য জেলার প্রবেশ ও বাহির হওয়ার সকল প্রকার রাস্তাঘাট বা অন্য কোনো পথে জেলার কেউ বাইরে যেতে পারবেন না এবং জেলার বাইরে থেকে কেউ ভেতরে প্রবেশ করতে পারবেন না। সকল ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে।

তবে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ বিদ্যুৎ-গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং সেবা, মোবাইল ব্যাংকিং, ওষুধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন ও কর্মী ইত্যাদি এবং সরকার কর্তৃক সময়ে ঘোষিত অন্যান্য জরুরি পরিষেবা এর আওতার বাইরে থাকবে।