ইংল্যান্ডের বিপক্ষে হেরে গেলেও সেঞ্চুরির দেখা পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
শনিবার ইংল্যান্ডের ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ৩৮৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি তুলে নেন আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার ।
৯৫ বলে নয় চার ও এক ছক্কায় বিশ্বকাপে নিজের প্রথম ও ওয়ানডেতে নিজের অষ্টম সেঞ্চুরি তুলে নিলেন সাকিব আল হাসান। সাকিবের সাথে তখন ক্রিজে ছিলেন বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করা মাহমুদউল্লাহ রিয়াদ ।
এর আগে, এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাফ সেঞ্চুরি ও নিউজিল্যান্ডের বিপক্ষেও অর্ধশতক হাঁকান সাকিব।