অধিনায়ক কেন উইলিয়ামসনের অপরাজিত হাফ সেঞ্চুরির সুবাদে গতকাল আফগানিস্তানকে সাত উইকেটে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটে টানা তৃতীয় জয় পেল নিউজিল্যান্ড।
এই জয়ের ফলে বিশ্বকাপে তিন ম্যাচের তিনটিতেই জয় পেল নিউজিল্যান্ড। অন্যদিকে তিন ম্যাচের তিনটিতেই হারলো আফগানিস্তান।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালই করে আফগানিস্তান। জাদরান ও হযরতউল্লাহ জাজাই মিলে উদ্বোধনী জুটিতে ১০ দশমিক ৫ ওভারে ৬৬ রান সংগ্রহ করে।
এরপর দলীয় ৬৬ রানে নিশামের হাতে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। এই উইকেট হারানোর পর লোকি ফার্গুসনের শিকার হন আরেক ওপেনার নুর আলী জাদরান।
Hazratullah Zazai 👆
Rahmat Shah 👆
Gulbadin Naib 👆
Mohammad Nabi 👆
Naijubullah Zadran 👆 @JimmyNeesh has been phenomenal today!Follow live ▶️ https://t.co/Uv5e1IteWj#AFGvNZ#BACKTHEBLACKCAPS#AfghanAtalan pic.twitter.com/OMRU2lfCok
— Cricket World Cup (@cricketworldcup) June 8, 2019
পরে রহমত শাহ, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি ও নাজিবুল্লাহ জাদরানকে ফিরিয়ে দেন নিশাম। দারুণ বোলিংয়ে ৩১ রানে নেন ৫ উইকেট নেন এই অলরাউন্ডার । ২৪ ওভার শেষে দলটির স্কোর দাঁড়ায় ১০৯/৬।
এরমধ্যে একমাত্র হাসমউল্লাহ শাহিদি শেষ ব্যাটসম্যান ওয়ানডে ক্যারিয়ারে অষ্টম হাফ সেঞ্চুরি তুলে ৫৯ রানে আউট হলে ৪১ দশমিক ১ ওভারে ১৭২ রানে থামে আফগানিস্তান ইনিংস।
নিউজিল্যান্ডের নিশাম ৩১ রানে পাঁচ উইকেট ও ৩৭ রানে ৪ উইকেট নেন ফার্গুসন।
মাত্র ১৭৩ রানের লক্ষে খেলতে নেমে ৩২.১ ওভারে জয়ের জন্য ১৭৩ রানে পৌঁছে যায় নিউজিল্যান্ড। শুরুতেই গাপটিল ও কলিন মানরোকে ফিরিয়ে দিলেও তৃতীয় উইকেট জুটিতে উইলিয়ামসন ও রস টেইলরের জুটি দলকে কাঙ্খিত লক্ষে নিয়ে যায় ।
নয়টি বাউন্ডারি করে ৭৯ রানে অপরাজিত থেকে দলের সর্বোচ্চ রান করেন উইলিয়ামসন। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেন টেইলর।
নিউজিল্যান্ডের তিনটি উইকেট শিকার করেন আফতাব।