আবারও শচীন টেন্ডুলকারকে টপকে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। ভারতীয় ব্যাটিং গ্রেটকে পেছনে ফেলে ওয়ানডের দ্রুততম ১১ হাজার রানের ক্লাবে এই ডানহাতি ব্যাটসম্যান।
#ViratKohli scores his 11,000th ODI run!
He reaches the landmark in 54 fewer innings than anyone else 👀 pic.twitter.com/mebDOLJESs
— Cricket World Cup (@cricketworldcup) June 16, 2019
পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে ভারতের চতুর্থ ম্যাচে এই রেকর্ড গড়লেন কোহলি। বিশ্বকাপের ২২তম ম্যাচে যখন বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার শঙ্কা নিয়ে ভারত তাদের ৪র্থ ম্যাচ খেলতে মাঠে নামে তখন এই রেকর্ড ছুতে কোহলি ছিলেন মাত্র ৫৭ রান দূরে।
এর আগে ২২১ ম্যাচ খেলে তার সংগ্রহে ছিল ১০ হাজার ৯৪৩ রান। কোহলির আগে ভারতের ২ ব্যাটসম্যান ১১ হাজার করতে পেরেছিলেন।
শচীন টেন্ডুলকার আর সৌরভ গাঙ্গুলীর পর তৃতীয় ভারতীয় হলেন কোহলি। এই মাইলফলক স্পর্শ বিশ্ব ক্রিকেটে তিনি এখন ৯ম ব্যাটসম্যান।
ভারতীয় লিটল মাস্টারের চেয়ে ৫৪ ইনিংস কম খেলেছেন ভারত অধিনায়ক। ২৭৬ ইনিংস খেলে শচীন ১১ হাজার রানের ঘরে পৌঁছান ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নামার আগে ২২৯ ম্যাচে ৪১ সেঞ্চুরি ও ৫০টি হাফসেঞ্চুরি তার।