Image Source: ICC/Twitter

করোনা ভাইরাসের থাবায় দিন দিন মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। সারা বিশ্বের মত বাংলাদেশেও এর ভয়ঙ্কর থাবা পড়েছে। এমন অবস্থায় দুস্থ ও অসহায়দের সাহায্যে এগিয়ে আসছেন সবাই। তাদের মধ্যে অন্যতম সাকিব আল হাসান। এর আগে ব্যক্তিগত ও তহবিল গঠন করে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। তবে এবার করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে গত বিশ্বকাপে খেলার নিজের প্রিয় ব্যাটটি নিলামে তুলছেন সাকিব।

সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুক লাইভে এমনটাই জানান নম্বর সেভেন্টি ফাইভ। দেশে করোনার প্রাদুর্ভাবের আগেই যুক্তরাষ্ট্রে যান সাকিব। সেখানেই সাকিব আল ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় অর্ধ কোটি টাকার আর্থিক সহায়তা দেয়ার কথা জানান তিনি। ‘অকশন ফর একশন’ নামক একটি পেজ থেকে ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন সাকিব।