ভারতের সাবেক ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ও সাবেক দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ডকে স্বীকৃতি দিলো আইসিসি। ক্রিকেটের শীর্ষ সংস্থার হল অব ফেমে অভিষিক্ত হলেন তারা।
বৃহস্পতিবার লন্ডনে এক জমকালো আয়োজনে তাদের সঙ্গে স্বীকৃতি দেওয়া হয় অস্ট্রেলিয়ার সাবেক নারী ফাস্ট বোলঅর ক্যাথরিন ফিৎজপ্যাট্রিককে।
The ‘Little Master’ is the latest person to enter the ICC Hall of Fame!
Is he the greatest cricketer of all time? #ICCHallOfFame pic.twitter.com/8A7XAXGmxH
— ICC (@ICC) July 18, 2019
নিজের সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার ন্যূনতম পাঁচ বছর পর হল অব ফেমে জায়গা পেতে পারেন কোনো ক্রিকেটার। ২০১৩ সালের নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ব্যাটিং কিংবদন্তি টেন্ডুলকার যোগ্যতা অর্জনের পরপরই অন্তর্ভুক্ত হলেন।
ভারতের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে হল অব ফেইমে জায়গা পেলেন টেন্ডুলকার। সঙ্গী হলেন সুনীল গাভাস্কার, বিষেন সিং বেদি, কপিল দেব, অনিল কুম্বলে ও রাহুল দ্রাবিড়ের।
One of the fiercest and fieriest fast bowlers of all time, Allan Donald did as much as anyone to establish South Africa as a cricketing force to be reckoned with after isolation.
Here’s a tribute to the ICC Hall of Fame inductee 👇https://t.co/kTohbzSLVf
— ICC (@ICC) July 19, 2019
ডোনাল্ড ২০০৪ সালে সব ধরনের ফরম্যাট থেকে অবসর নেন। দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা বোলারদের কাতারে থাকবেন তিনি সবসময়। দেশটির হয়ে ৩০০ টেস্ট ও ২০০ ওয়ানডে উইকেট নেওয়া প্রথম বোলার তিনি।