বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা ড্যানিয়েল ভেট্টরি এবং দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার শার্ল ল্যাঙ্গাভেল্টকে পেস বোলিং কোচ নিয়োগ দিয়েছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
JUST IN: Charl Langeveldt has been appointed as Bangladesh’s new fast bowling coach.
Daniel Vettori will join Bangladesh as their spin bowling coach ahead of their India tour later this year and continue up to the T20 World Cup in Australia next year. pic.twitter.com/I57E0GYuub
— Cricbuzz (@cricbuzz) July 27, 2019
ইংল্যান্ড বিশ্বকাপ দিয়ে কোর্টনি ওয়ালশ ও সুনীল যোশীর দায়িত্বের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এই দুজনকে নিয়োগ দিল বোর্ড।
সাকিব আল হাসান-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন তিনি। বাঁহাতি স্পিনে ভেট্টোরি ও সাকিব এখন পর্যন্ত সেরা। তিন সংস্করণ মিলিয়ে বাঁহাতি স্পিনারদের মধ্যে ভেট্টোরির উইকেটসংখ্যাই সর্বোচ্চ ৭০৫। ৫৫৩ উইকেট নিয়ে তারপরই রয়েছেন সাকিব। এবার সেই সাকিবের সঙ্গেই কাজ করার সুযোগ পেয়ে খুশি ভেট্টোরি। এ ছাড়া মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামদের মতো স্পিনারদের ছাত্র হিসেবে পেয়েও সন্তুষ্ট তিনি।
Bangladesh hire #DanielVettori, Charl Langeveldt as bowling coaches
Read: https://t.co/GsiRL8rLxA pic.twitter.com/l32JgPqveV
— CricketNDTV (@CricketNDTV) July 27, 2019
দুই জনকেই নিয়োগ দেওয়া হয়েছে আগামী বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। ল্যাঙ্গাভেল্ট দায়িত্ব পেয়েছেন পূর্ণকালীন।
ভেট্টরিকে অবশ্য সারাবছর পাচ্ছে না বাংলাদেশ। দিন ধরে কাজ করবেন তিনি। আগামী সেপ্টেম্বরে ভারত সফরে টাইগারদের সঙ্গে যোগ দেবেন ব্ল্যাক ক্যাপস লিজেন্ড। সেই থেকে ১০০ দিন কাজ করবেন। অস্ট্রেলিয়ায় ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে মেয়াদ শেষ করবেন তিনি।