সামান্য প্রতিরোধও গড়তে পারলো না বাংলাদেশ। আরেকটি অসহায় আত্মসমর্পণে হোয়াইটওয়াশ হলো তামিম ইকবালরা। কলম্বোর তৃতীয় ও শেষ ওয়ানডেতে সফরকারীরা হেরেছে ১২২ রানে। ছন্নছাড়া ব্যাটিংয়ের মাঝে সৌম্য সরকার ও তাইজুল ইসলাম লড়াই করলেও লাভ হয়নি কোনও। বড় হারে লজ্জার সাগরে ডুবে শেষ হলো বাংলাদেশের লঙ্কা মিশন।
3-0!
A resounding 122-run win for Sri Lanka seals a series whitewash 👏 👏 #SLvBAN SCORECARD ⬇️ https://t.co/zal0gX084A pic.twitter.com/0cm64uQ12V
— ICC (@ICC) July 31, 2019
হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ নিয়ে নামা বাংলাদেশের একাদশে ছিলেন না মুস্তাফিজ, মোসাদ্দেক। একাদশে সুযোগ দেয়া হয় রুবেল হোসেন ও এনামুল হক বিজয়কে। একজন ব্যাটসম্যান বাড়িয়ে লাভ হয়নি। শ্রীলঙ্কার দেয়া ২৯৫ রানের টার্গেটে খেলতে নেমে ৩৬ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ।
বুধবারের ম্যাচে হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর সঙ্গে শেষটা অন্তত জয় দিয়ে রাঙিয়ে দেশে ফেরার সুযোগ ছিল টাইগারদের সামনে। কিন্তু ব্যর্থতার একই দৃশ্য মিললো আর প্রেমাদাসা স্টেডিয়ামে।
শ্রীলঙ্কার নির্ধারিত ৫০ ওভারে ৮ ওভারে করা ২৯৪ রানের জবাবে বাংলাদেশ ৩৬ ওভারেই অলআউট ১৭২ রানে। তাতে তিন ম্যাচের সিরিজ ৩-০তে হেরে হোয়াইটওয়াশ মাশরাফি-সাকিববিহীন বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৯৪/৮ (ফার্নান্দো ৬, করুনারত্নে ৪৬, কুসল পেরেরা ৪২, মেন্ডিস ৫৪, ম্যাথিউস ৮৭, শানাকা ৩০, জয়াসুরিয়া ১৩, হাসারাঙ্গা ১২*, দনাঞ্জয়া ০, রাজিথা ০*; শফিউল ১০-২-৬৮-৩, রুবেল ৯-১-৫৫-১, তাইজুল ১০-১-৩৪-১, মিরাজ ৯-০-৫৯-০, সৌম্য ৯-০-৫৬-৩, মাহমুদউল্লাহ ৩-০-২২-০)
বাংলাদেশ: ৩৬ ওভারে ১৭২ (এনামুল ১৪, তামিম ২, সৌম্য ৬৯, মুশফিক ১০, মিঠুন ৪, মাহমুদউল্লাহ ৯, সাব্বির ৭, মিরাজ ৮, তাইজুল ৩৯*, শফিউল ১, রুবেল ২; জয়াসুরিয়া ৬-০-৪০-০, রাজিথা ৫-০-১৭-২, দনাঞ্জয়া ১০-০-৪৪-১, শানাকা ৬-০-২৭-৩, হাসারাঙ্গা ৪-১-১৬-১, কুমারা ৫-০-২৬-২)
ফল: শ্রীলঙ্কা ১২২ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ৩-০ ব্যবধানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: অ্যাঞ্জেলো ম্যাথিউস